২১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. ক, সিলেট প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ ও হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়- বুধবার (১৯ জুন) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার বড়পাথর এলাকা থেকে ৩৯০ পিস ইয়াবাসহ আজমল হোসেন (২৮) নামের এ ব্যাক্তিকে আটক করে। আটক ব্যাক্তি উপজেলার বড় পাথর এলাকার মৃত আহদ্দস আলীর ছেলে।
এদিকে অপর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৩০৩ পিস ইয়াবাসহ মো. আয়াত আলী (৩৭) নামের ১ জনকে আটক করেছে র্যাব।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাধবপুরের কালিগঞ্জ বাজার থেকে তাকে আটক করে। আটক ব্যাক্তি বি-বাড়ীয়ার নাসির নগর উপজেলার ডরমন্ডল গ্রামের মো. রজব আলীর ছেলে।
আটক দুজনকে চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে তাদেরকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।