July 9, 2025, 3:47 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

মেঘনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হানিফ মিয়ার পরিবারের খোঁজ খবর নিলেন উপজেলা চেয়ারম্যান রতন শিকদার।

 

 

 

২১ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ইমাম হোসেন : কুমিল্লার মেঘনা উপজেলায় ২০০৪ সালের  ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত  হানিফ মিয়ার পরিবারের খোঁজ খবর নিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা      চেয়ারম্যান  আলহাজ্ব   সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।  আজ বুধবার উপজেলার ভাওরখোলা গ্রামে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে স্বজনদের নিকট পরিবারের খোঁজ খবর নেন।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান।  নিহত হানিফ (৫০) এর পরিবার কে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় স্বজনদের কাছে একটি বসত ঘর প্রদান করেন। উল্লেখ্য নিহত হানিফ (৫০) তৎকালীন সময় ঢাকা মহানগর শ্রমিকলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত ছিলেন। মৃত্যুকালীল      স্ত্রী সহ                                                        তিন ছেলে দুই মেয়ে রেখে যান মো: হানিফ। হানিফের অবর্তমানে সূচনীয় ভাবে জীবন যাপন করছে তার পরিবার। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান রতন শিকদার বলেন          প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে পরিবারকে দশ লক্ষ টাকা দেন, বর্তমান অবস্থা তাদের ভালো না, ঢাকা গোপীবাগ  কোন রকম দিনাতিপাত করছে তার পরিবার। মেঘনার সন্তান হিসেবে কেউ খোঁজ খবর নেয়নি আমি এই পরিবারের জন্য আপ্রান চেষ্টা করবো কিছু করার এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ কে অনুরোধ করছি তাদের পাশে দাড়ানোর জন্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মহসীন, রিয়াদ মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা