October 8, 2024, 4:22 pm

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • ৬ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,মাদারীপুর সংবাদদাতা :   
    মাদারীপুরের শিবচরে উৎসব একাত্তর নামে একটি আবাসিক হোটেল থেকে ইন্নি রাবেয়া বুশরা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার হোটেল ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিবচরের পৌর মেয়র আওলাদ হোসেনের মালিকানাধীন উৎসব একাত্তর হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেয় রুবেল খান ও বুশরা । হোটেলের অন্যান্যা কর্মচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে শিবচরের কাঁঠালবাড়ী এলাকার তোতা খানের ছেলে রুবেল খান, হোটেলের ম্যানেজার খায়রুল এবং হোটেল বয় রোনাল্ডকে আটক করে পুলিশ।

    শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। স্কুলছাত্রীকে কেন হত্যা করা হয়েছে সে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে হত্যা করা হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তা জানা যাবে।

     


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা