১১ এপ্রিল ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনার শাখা নদী ” মেঘনা নদী ভড়াট বালু উত্তোলনের ইজারার নামে কৃষি জমি কেটে সাফার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজনৈতিক ,জনপ্রতিনিধি, সামাজিক, ছাত্র সংগঠন, থেকে শুরু করে প্রবাসীরাও বিভিন্ন স্ট্যাটাস প্রতিবাদ স্বরুপ দিচ্ছেন। প্রতিবাদে অভিযোগের তীর স্থানীয় প্রশাসন, সাংবাদিক সহ কর্তৃপক্ষ কে বার বার দৃষ্টি আকর্ষণ করলেও কেউ ইতিবাচক সাড়া না দেওয়ায় আস্তে আস্তে ফুসে উঠছে মেঘনার সাধারণ জনগন। উল্লেখ্য সম্প্রতি ফরহাদ এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কে বালু উত্তোলনের ইজারা দেয় কর্তৃপক্ষ। বালু উত্তোলনের ফলে কৃষি জমি, ঘর বাড়ি নদী গর্ভে বিলীনের পথে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রাম প্রসাদের চর গ্রামের একাধীক ব্যক্তি জানায় যারা বালু কাটছে তাদের ভয়ে কেউ কিছু বলতে পারছেনা। এই জমি ভূমি হীনদের নামে লিজ দিয়েছেন সরকার এখন তা কেটে সাফার করে আমাদের ঘর বাড়ি ও নদী গর্ভে চলে যাচ্ছে । যেখানে লিজ দেওয়া হয়েছে সেখানে না কেটে কৃষি জমি কাটছে আমরা কোথায় যাবো। জেলা প্রশাসক কে এ ব্যাপারে লিখিত ভাবে জানিয়েছেন গ্রামের লোকজন । মেঘনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ট্রেনিং এ । গ্রাম বাসীর আকুতি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা বাচতে চাই, আমাদের বাচান ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।