December 23, 2024, 12:15 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

দোয়ারায় মসজিদ থেকে যুবকের যুলন্ত লাশ উদ্ধার।

১৪ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে মসজিদের বাড়ান্ধায় সোহাগ মিয়া ২২ নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুরমা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল মন্নান এর ছেলে।
সোমবার ভোরে উপজেলার ভুজনা গ্রামের জামে মসজিদের বাড়ান্ধায় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
দোয়ারাবাজার এ এস আই আবু বক্কর সিদ্দিক ও সিপাই মনির হোসেন লাশ উদ্ধার করে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারনা তাকে হত্যা করে লাশ মসজিদের লাশ বহন কারী লোহার খাটে ঝুলিয়ে রাখা হয়েছে। তার বাড়ি একজায়গায়, লাশ একজাগায়, শরিলের কাপড় অন্যজায়গায় এতে সন্দেহ রয়েই জায়। নিহত সোহাগ মিয়া কাট মিস্তীপেশায় জড়িত ছিল।
নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়,
সে রবিবার রাতে ১০ টার পর খেয়ে গুমিয়ে পরে এর পর সবাই গুমিয়ে পরে সকালে গ্রাম পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর পায় স্বজনরা। নিহত সোহাগের পিতার ধারণা
উনার জায়গা জমি সংক্রান্ত গ্রামের দুই পরিবারের সাথে দীর্ঘ দিন যাবৎ ১০ /১২ টা মামলা মোকদমা সুনামগঞ্জ জজ কোট ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে মামলা চলমান রয়েছে। এবং প্রতিপক্ষের লোকেরা আমাকে ও আমার ছেলেদের মৃত্যুর হুমকিও দিয়ে আসছে। এতে আমার ধারণা প্রতিপক্ষের লোকেরাই আমার ছেলেকে হত্যা করে নাটকিয় ভাবে ভুজনা মসজিদে লাশ ঝুলিয়ে আত্মহত্যার রহস্য সাজিয়েছে।
দোয়ারাবাজার থানা ওসি আবুল হাসেম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্ত্রের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেছি। রিপোট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা