December 23, 2024, 5:37 am
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

ছাগলনাইয়ায় ৭ বছরের শিশু ধর্ষণের শিকার : ধর্ষক গ্রেপ্তার।

১৮ মে ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম ,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়ায় পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামে,শুক্ররার জু’মার নামাজের পূর্বে স্থানীয় একটি বন্ধথাকা দোকানের গলিতে ৭ বছর বয়সী এক শিশুকে শিশুকে ধর্ষণ করেছে,পাশ্ববর্তী পূর্ব শিলুয়া গ্রামের,(সেকান্তর সুফী বাড়ীর) মোঃরুহুল আমিনের বখাটে পুত্র,বাহার (২৫)।

এ বিষয়ে ধর্ষিতা শিশুটির মা শনিবার সকালে ছাগলনাইয়া থানায় এসে অভিযোগ করলে,তাৎক্ষণিক ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ এম এম মুর্শেদ পিপিএম থানার এএসআই ধীমান বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম ধর্ষক বাহারকে গ্রেপ্তার করতে পাঠালে,ধীমান ধর্ষক বাহারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। ধর্ষিতা শিশু ও তার পরিবারটি দীর্ঘদিন যাবৎত উপজেলার পাঠানগর ইউনিয়নের মাধ্যম শিলুয়া গ্রামে একটি বাড়ীতে অস্থায়ীভাবে বসবাস করে আসছে। তাদের স্থায়ী বাড়ী কিশোরগঞ্জ জেলায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর থেকে ভিকটিম শিশুটি নিখোঁজ ছিলো। মা ও বড় বোন ভিকটিম শিশুটিকে আশপাশে খোঁজাখোঁজি করে। বেলা ১ টার পর মধ্যম শিলুয়া চৌধুরী বাজারের দক্ষিণ পাশে ওবাইদুল হকের দোকানের গলিরবিতর টিনের দরজার ফাঁক দিয়ে বড় বোন দেখতে পায়,বাহার অর্ধ উলঙ্গ এবং ভিকটিম শিশুটি উলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে আছে। এসময় বোন চিৎকার করলে মা এগিয়ে আসে।

পরবর্তীতে ধর্ষিতা শিশুর মা ঐ এলাকার মুরব্বিদের বিষয়টি জানায় এবং থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, অভিযোগে ভিত্তিতে শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় ধর্ষক মোঃ বাহারকে মধ্যম শিলুয়া এলাকা হতে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা