July 26, 2024, 11:52 pm
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

পুরনো বাসে রঙ লাগিয়ে দেদারসে চলছে গজারিয়া পরিবহন।

২৬ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি . কম, এম ডি ওসমান :    ঢাক – গজারিয়া য় যাতায়াত গামী    পুরনো বাসে রঙ লাগিয়ে দেদারসে চলছে গজারিয়া পরিবহন।          সম্প্রতি মেঘনা ফোর লেন সেতু চালু হওয়ায়, গজারিয়া পরিবহনের মালিকগন একজোট হয়ে গজারিয়া সুপার গেইটলক সার্ভিস নামে নতুন পরিবহন চালু করেছে,যাতে এলাকার মানুষ কিছুটা হলেও খুশি হয়েছে।কিন্তু বাসে ভ্রমন করে দেখা যায় যে বাসগুলো সেই পুরাতন গজারিয়া পরিবহনের নতুন সংস্করণ যা শুধুমাত্র কিছু রং ও স্টিকার পরিবর্তন করেছে।ইন্জিন ও বডি সেই আগের মত রয়েছে যাহার ফলে বাস ভ্রমন আরামদায়ক নয় সারাক্ষণ কম্পিত হতে থাকে।এবং স্টাফরা সুযোগ বুজে রাস্তা থেকে যাত্রি তুলতেও পিছপা হননা।  যাত্রিরা বাসের মালিকদের প্রতি বলেন  আপনারা নতুন বিনিয়োগ করে স্বদেশ ও দোয়েলের মত আরামদায়ক বাস নামান এবং সঠিক মনিটরিং এর মাধ্যমে স্টাফদের নিয়ন্ত্রণ করুন। তাহলেই আপনারা সফল হবেন এবং যাত্রী সাধারনের আস্থা অর্জন করতে পারবেন।অন্যথায় দোয়েল ও স্বদেশ পরিবহনকে গজারিয়ায় নিয়ে আসতে সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা