May 17, 2024, 7:28 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

পুরনো বাসে রঙ লাগিয়ে দেদারসে চলছে গজারিয়া পরিবহন।

২৬ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি . কম, এম ডি ওসমান :    ঢাক – গজারিয়া য় যাতায়াত গামী    পুরনো বাসে রঙ লাগিয়ে দেদারসে চলছে গজারিয়া পরিবহন।          সম্প্রতি মেঘনা ফোর লেন সেতু চালু হওয়ায়, গজারিয়া পরিবহনের মালিকগন একজোট হয়ে গজারিয়া সুপার গেইটলক সার্ভিস নামে নতুন পরিবহন চালু করেছে,যাতে এলাকার মানুষ কিছুটা হলেও খুশি হয়েছে।কিন্তু বাসে ভ্রমন করে দেখা যায় যে বাসগুলো সেই পুরাতন গজারিয়া পরিবহনের নতুন সংস্করণ যা শুধুমাত্র কিছু রং ও স্টিকার পরিবর্তন করেছে।ইন্জিন ও বডি সেই আগের মত রয়েছে যাহার ফলে বাস ভ্রমন আরামদায়ক নয় সারাক্ষণ কম্পিত হতে থাকে।এবং স্টাফরা সুযোগ বুজে রাস্তা থেকে যাত্রি তুলতেও পিছপা হননা।  যাত্রিরা বাসের মালিকদের প্রতি বলেন  আপনারা নতুন বিনিয়োগ করে স্বদেশ ও দোয়েলের মত আরামদায়ক বাস নামান এবং সঠিক মনিটরিং এর মাধ্যমে স্টাফদের নিয়ন্ত্রণ করুন। তাহলেই আপনারা সফল হবেন এবং যাত্রী সাধারনের আস্থা অর্জন করতে পারবেন।অন্যথায় দোয়েল ও স্বদেশ পরিবহনকে গজারিয়ায় নিয়ে আসতে সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা