২৮ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃওসমান গণি ভূঁইয়া ২৭ মে দুপুর থেকে নিখোঁজ রয়েছে।ওসমান নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহারিত মোবাইল ফোন নাম্বারটি ও বন্ধ রয়েছে।নিখোঁজ হওয়া ইউপি সদস্য ওসমান মহামায়া ইউনিয়নের উত্তর সতর গ্রামের,মোঃফরিদ উদ্দিন ভূঁইয়া’র পুত্র।
নিখোঁজ হওয়া ইউপি সদস্য ওসমানের পারিবারিক সূত্রে জানাযায়,২৭ মে ওসমান চাঁদগাজী বটতলী বাজারে থাকা তার সো-মেইল ও কাঠের ব্যাবসা প্রতিষ্ঠান থেকে সকাল আনুমানিক ১০ টার দিকে,তার ভাই বেলালকে নতুন সিএনজি অটোরিক্সা কিনতে যাচ্ছে এই কথা বলে,নগদ টাকা নিয়ে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বের হয়েযায়।ওই দিন দুপুরের পর থেকে হঠাৎ তার ব্যবহারিত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।ফোন নাম্বার বন্ধ অবস্থায় ইফতারের পূর্ব মুহুর্ত পর্যন্ত তার ভাই বেলাল ভাই ওসমান ফিরে আসার অপেক্ষায় ছিল।ইফতার পরবর্তী সময় পর্যন্ত মেম্বার ওসমানের ফোন নাম্বারটি বন্ধ থাকায় তার ভাই বেলাল কোনভাবেই তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে না পেরে,একপর্যায় বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।পরে ইউপি সদস্য ওসমানের ভাই বেলাল তার ভাইয়ের ফোন নাম্বারটি দুপুরের পর থেকে বন্ধ পাওয়ার বিষয়টি পরিবারের লোকজনসহ তাদের এলাকার একাধীক লোকজনকে জানান।এরপর রাতে ইউপি সদস্য ওসমানের পরিবারের লোকজন ও তাদের ঘনিষ্ঠ আত্নীয় স্বজন এবং এলাকাবাসী বিভিন্ন স্থানে গিয়ে,ওসমানের খোঁজ নিয়ে কোথাও তাকে খুঁজে না পেয়ে,সর্বশেষ ২৭ মে দিবাগত রাত ১২ টার পর ইউপি সদস্য ওসমানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা মর্মে ছাগলনাইয়া থানায় গিয়ে,ওসমানের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে স্ববিস্তার জানিয়ে,নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেন।
ওসমানের নিখোঁজ হওয়ার নিয়ে তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের বিষয় ছাগলনাইয়া থানায় বর্তমানে (ভারপ্রাপ্ত) ওসি হিসেবে দায়িত্বরত থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশের কাছে জানতে চাইলে,তিনি জানান অভিযোগ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক পুলিশের একাধীক টিম ওসমানকে খুঁজে বেরকরার কাজে নিয়োজিত রয়েছে।নিখোঁজ হওয়া ইউপি সদস্য ওসমানকে খুঁজে বেরকরতে পুলিশে পক্ষ থেকে সর্বচ্ছ চেষ্ঠা চালানো হচ্ছে বলে ও জানান তিনি।