মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ঃ শুক্রবার রাতে জেলার
নাসিরনগর উপজেলা সদরে সিসি ক্যামেরার আওতাভুক্ত স্বর্ণের দোকান সহ
আরো ২টি দোকান ও এক বাড়িতে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
জানা
গেছে, বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের উত্তর পাড়ার হাজী মোঃ
জানু মিয়া (৮৫) এর বাড়িতে সংঘবদ্ধ চুর চক্র প্রবেশ করে তাকে ধারালো
অস্ত্র দিয়ে কুপিয়ে ৪টি গরু নিয়ে পালিয়ে যায়। এ সময় তার স্ত্রীকে
বেঁধে মারপিট করে ও তার কানে থাকা ৬ আনা স্বর্ণের অলংকার ছিনিয়ে
নিয়ে যায়।
মুমূর্ষ হাজী মোঃ জানু মিয়া বর্তমানে নাসিরনগর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অপরদিকে থানা
সংলগ্ন ‘মাতৃ স্বর্ণ শিল্পালয়ে’ তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে।
শিল্পালয়ের মালিক স্বপন কর্মকার জানায়, রাতে কে বা কারা তার দোকানে
প্রবেশ করে ৭টি তালা ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও ৩০ ভরি রূপা নিয়ে যায়।
যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৮ হাজার টাকা। এসময় চোরেরা তার
দোকানে ছাতা ও জুতা ফেলে রেখে যায়। অপরদিকে নাসিরনগর গার্লস স্কুল
রোডে রাব্বি মিয়ার মালিকানাধীন ‘সুখী ফ্যাশনে’ তালা ভেঙ্গে চুর
প্রবেশ করে। কিছু নিতে পারেনি বলে মালিক রাব্বি জানিয়েছে।
তাছাড়াও সোনালী ব্যাংক রোডে,‘ ভাই ভাই স্টোরে’ তালা ভেঙ্গে চুরির
ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ সাজিদুর রহমান জানায়, গরুগুলি উদ্ধার হয়েছে। ৩/৪
জন চুরকেও ধরা হয়েছে। সিসি ক্যামেরার ইঞ্জিনিয়ার আসার পর ভিডিও
ফুটেজ দেখে স্বর্ণের দোকানের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর
থেকে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।