২ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি .কম,
গজারিয়া প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় গরীব ও অসহায় সাধারন মানুষদের মাঝে সেমাই,নুডুস, চিনিসহ নারী পুরুষদেরকে শাড়ী ও লুঙ্গি ঈদ সামগ্রী বিতরন করেছেন মো: বাদল সরকার ও মো: মহিউদ্দিন। রোববার সকালে উপজেলার গোসাইরচর গ্রামে ঠাকুর বাড়ির মৃত খলিলুর রহমানের দুই ছেলে বাদল সরকার ও মহিউদ্দন পরিবার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। সমাজ সেবক মো:মহিউদ্দিন জানান গোসাইরচর নিজ গ্রামসহ একই এলাকার মাঝে ৫২ টি শহীদ পরিবার নিয়ে প্রায় ২০০ সাধারন নিম্ন আয়ের পরিবারের নারী ও পুরুষদের কে ঈদ সামগ্রী দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন একই গ্রামের সম্মানী ব্যক্তিবর্গদের মাঝে কাদির ঠাকুর,আবু কালাম দর্জি, মো: শাহীন, আহছান উল্লা, শাহ আলম প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।