September 17, 2025, 11:50 am
সর্বশেষ:
মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে মেঘনায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরালো করতে হবে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে নবাবগঞ্জে সেতু নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় কুমিল্লা-১ আসনে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে আনন্দ উদযাপন

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্থের তালিকায় শীর্ষে বাংলাদেশ

১০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

স্টাফ রিপোর্টার  : সরকারের একার পক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কষ্টসাধ্য। স্ব-উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্যক্তি মালকানায় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন।

সোমবার ১০ জুন জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বায়ুমন্ডলে কার্বন হ্রাসকরণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্থের তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ইতিমধ্যে গত ০৫ মে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সভায় জলবায়ু সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং খসড়া দাখিল করা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে আগামী ৩ মাসের মধ্যে নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদে উপস্থাপনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এছাড়াও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিবেচনায় এনে ‘গ্রীন বাজেটেরথ প্রস্তাবও সুপারিশ করা হয়েছে।

প্রকল্প পরিচালক এ্যাড. জাহিদুর রহমান খান বলেন, আমরা বায়ুমন্ডলে কার্বন হ্রাসকরণ প্রকল্পের কাজ করতে এসেছি। কাজের আদর্শ থাকতে হবে মহৎ। কোন অন্যায় এই প্রকল্পে আমরা করবো না। এ কাজ মানুষের জন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের সিনিয়র ডেপুটি এটর্নী জেনারেল এ্যাড. হারুন-অর-রশিদ, রুপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ জামাল হোসাইন এবং প্রকল্পের বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা