October 6, 2024, 7:11 am
সর্বশেষ:
তিতাসকে একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে : ড. মারুফ হোসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূসের সংলাপ : নির্বাচন সংস্কারের রোডম্যাপ দাবি মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় করা দুই অভিযোগ প্রত্যাহার শেরপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, ৩ জনের মৃত্যুর খবর প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ড.মারুফ ও সেলিম ভুইয়ার বিরুদ্ধে থানায় পৃথক অভিযোগ ছাগল উন্নয়ন প্রকল্পে অনিয়ম আমাদের একটি নতুন দেশ নির্মাণ শুরু করতে হবে : ড. ইউনূস সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

আইন শৃংখলা স্বাভাবিক রাখতে যা কিছু করনীয় তাই করা হবে :সেলিমা আহমাদ এমপি ।

১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,হোমনা সংবাদদাতা   : সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে ঈদ পুনর্মিলনীতে কুমিল্লা২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেছেন- সরকারী সম্পত্তি রক্ষার্থে সকলের সম্মেলিত প্রয়াস চালাতে হবে। কোন অবস্থাতেই খাস ভূমি বেহায়াত হতে দেয়া যাবে না। উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে যা কিছু করনীয় তাই করা হবে। কোন অবস্থাতে অপরাধীদের হোমনা-তিতাসের মাটিতে কোন অপরাধীর জায়গা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে আইন দূর্বলের উপর নয় অন্যায়কারীর বিরুদ্ধে প্রয়োগ হয় সে দিকে খেয়াল রাখতে হবে। সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে হোমনা-তিতাস একটি সন্ত্রাস,মাদক, ইভটিজিং, চাঁদাবাজি মুক্ত আধুনিক উপজেলা হিসাবেখুব শীগ্রই গড়ে তোলা হবে। এছাড়া তিনি ঈদে ঘরমুখী মানুষদের জন্য হোমনা-তিতাসে দুইটি বিনোদনকেন্দ্র করার ঘোষণা দেন। তিনি গত রবিবার বিকেলে উপজেলা মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। ঈদপুনর্মিলনী সভায় নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর মো.কামাল আহমেদ. সহকারী পুলিশ সুপার মো.ফজলুল করিম, থানার (ওসি) মো,সৈয়দ ফজলে রাব্বী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ,পৌর মেয়র এ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা আমীর, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কায়সার আহম্মাদ, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, কড়িকান্দি সদরের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. পারভেজ হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকিরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা