January 31, 2025, 10:31 pm
সর্বশেষ:
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু টুঙ্গিপাড়ায় সড়কের কাজে ফসলি জমি কেটে বালু ভরাট করায় কৃষি জমির ক্ষতির সত্যতা পেয়েছে দুদক রাজনৈতিক গাণিতিক সূত্র পেয়ে খুশি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কর্মীরা মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা তরুণদের রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক: তারেক রহমান স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না

ছাগলনাইয়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীহীন ভোট গ্রহণ কালীন আটক-৭

১৮ জুন,২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিছিয়ে পড়া পঞ্চম ধাপের চতুর্থ দপা নির্বাচনে আজ ১৮ জুন সকাল ৯ টা থেকে প্রতিদ্বন্দ্বীতাহীন ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা এই দু’টি পদে ভোট গ্রহণ চলছে।যথা নিয়মে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।এরি মধ্যে জালভোট প্রদান,ব্যালট ছিনতাই ও ভোট কেন্দ্রের আশেপাশে বেপরোয়া অবস্থানের অভিযোগে ৭ জনকে আটক করেছে,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কয়েকদিন পূর্বেই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার’কে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন সমর্থন জানিয়ে,নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান।অপর দিকে ১৭ জুন ভোট গ্রহণ পূর্ব রাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিবি জুলেখা শিল্পীকে সমর্থন জানিয়ে,দ্বিতীয় বারের মত তাকে পদটি ছেড়ে দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান।যার ফলে উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা এই দু’টি পদে অনেকটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট গ্রহণ চলছে।ভোট গ্রহণ শুরু থেকে শেষ মুহুর্ত পর্যন্ত সারা দিন ভোট গ্রহণকালীন উপজেলায় ৫১ টি ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা,প্রশাসনের একাধীক বাহিনীর হাতে বিভিন্ন অভিযোগে পৌরসভাধীন বাঁশপাড়া সরকারী শিশু পরিবার ভোট কেন্দ্রে মোঃবাবলু পিতা মৃতঃনজীর আহাম্মদ,গ্রামঃবাঁশপাড়া, দক্ষিণ সতর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোঃমঞ্জু পিতাঃকবির আহাম্মদ,গ্রাম দক্ষিণ সতর,মির্জার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে  ফারুক হোসেন,পিতাঃ মোঃহাসেম, গ্রামঃদক্ষিণ সতরসহ মোট ৭ জনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা