July 27, 2024, 3:44 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

ছাগলনাইয়ায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীহীন ভোট গ্রহণ কালীন আটক-৭

১৮ জুন,২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিছিয়ে পড়া পঞ্চম ধাপের চতুর্থ দপা নির্বাচনে আজ ১৮ জুন সকাল ৯ টা থেকে প্রতিদ্বন্দ্বীতাহীন ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা এই দু’টি পদে ভোট গ্রহণ চলছে।যথা নিয়মে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।এরি মধ্যে জালভোট প্রদান,ব্যালট ছিনতাই ও ভোট কেন্দ্রের আশেপাশে বেপরোয়া অবস্থানের অভিযোগে ৭ জনকে আটক করেছে,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কয়েকদিন পূর্বেই ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার’কে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন সমর্থন জানিয়ে,নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান।অপর দিকে ১৭ জুন ভোট গ্রহণ পূর্ব রাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিবি জুলেখা শিল্পীকে সমর্থন জানিয়ে,দ্বিতীয় বারের মত তাকে পদটি ছেড়ে দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান।যার ফলে উপজেলাটিতে ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা এই দু’টি পদে অনেকটা অঘোষিত প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট গ্রহণ চলছে।ভোট গ্রহণ শুরু থেকে শেষ মুহুর্ত পর্যন্ত সারা দিন ভোট গ্রহণকালীন উপজেলায় ৫১ টি ভোট কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা,প্রশাসনের একাধীক বাহিনীর হাতে বিভিন্ন অভিযোগে পৌরসভাধীন বাঁশপাড়া সরকারী শিশু পরিবার ভোট কেন্দ্রে মোঃবাবলু পিতা মৃতঃনজীর আহাম্মদ,গ্রামঃবাঁশপাড়া, দক্ষিণ সতর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোঃমঞ্জু পিতাঃকবির আহাম্মদ,গ্রাম দক্ষিণ সতর,মির্জার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে  ফারুক হোসেন,পিতাঃ মোঃহাসেম, গ্রামঃদক্ষিণ সতরসহ মোট ৭ জনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা