July 27, 2024, 12:27 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

যাত্রাবাড়ীতে জুয়েলার্স মালিককে দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

রাজধানীর যাত্রাবাড়ীতে এক জুয়েলার্স মালিক খুন হয়েছেন। যাত্রাবাড়ী থানাধীন মিরহাজিরবাগে বাইতুল আমান জামে মসজিদসংলগ্ন নিজ দোকানে মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ইউনুস সরকার (৩৬)। তিনি সাথী জুয়েলার্সের মালিক। রাতে দোকানে ঢুকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ভোর ৪টায় তার মৃত্যু হয়।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ভাগিনা মো. আনিস জানান, তার মামা সাধারণত রাতে দেরি করে দোকান বন্ধ করেন। তিনি সাথী জুয়েলার্সের পাশাপাশি মুদি দোকানের ব্যবসাও করেন। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করার সময় তিনজন অজ্ঞাত যুবক দোকানে ঢুকে তাকে বুকে ছুরিকাঘাত করলে তার চিৎকারে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আনিস জানান, দুর্বৃত্তরা দোকান থেকে টাকাপয়সা নিয়ে গেছে কিনা তা এখনও জানা যায়নি। দোকান খুললে জানা যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা