July 27, 2024, 3:04 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

নাসিরনগরে লক্ষ লক্ষ টাকা মূল্যের সরকারি মেরামতের যন্ত্র খাচ্ছে মাটি।

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) :জেলার নাসিরনগর উপজেলার কৃষি অধিদপ্তরের নামে সরকারি ভাবে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত কয়েক লক্ষ টাকা মূল্যের ৬টি ধান কাটার (রিপার) যন্ত্র মাটি খেয়ে নষ্ট করছে। সরেজমিন কোয়াটারের ভিতরে গিয়ে দেখা গেছে একটি বাড়ি একটি খামার ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে খালি মাটে মাটিতে ও দুর্বা ঘাসের নিচে পড়ে রয়েছে নতুন এ ৬টি রিপার যন্ত্র। জানা গেছে কতর্ৃপক্ষের উদাসীনতা, কামখেয়ালীপনা, অযন্ত আর অবহেলায় মাটি খেয়ে নষ্ট করছে সরকারের লক্ষ লক্ষ টাকা মূল্যের এ যন্ত্র গুলোকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর এ বিষয়ে অফিসে এস কথা বলতে হবে বলে ফোন কেটে দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক মোঃ আবু নাসেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি বলেন, যন্ত্রগুলো বিতরণের জন্য অনেক পূর্বেই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। কেন বিতরণ করা হয়নি আমার জানা নেই। আমি এখনই কথা বলে ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা