• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

খাগড়াছড়ি পৌরসভায় বাজেট ঘোষনা ও অনুদাণ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০১৯

২৬ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদার,

খাগড়াছড়ি, প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরে ৭৩ কোটি ৮০ লক্ষ ৫৯ হাজার ৭শ ৭৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা ও পৌর এলাকার দরিদ্র,মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষনা করেন, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী।

প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৪১ লক্ষ ৬০ হাজার টাকা এবং সার্বিক স্থিতি ১ কোটি ৩৮ লক্ষ ৯৯ হাজার ৭শ ৭৩ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১০ কোটি ২৮ লক্ষ ৭ হাজার ৬শ ৫৩ টাকা এবং রাজস্ব ব্যয় ১০ কোটি ২৬ লক্ষ ৪৫ হাজার টাকা,উদ্ধৃত ১ লক্ষ ৬২ হাজার ৬শ ৫৩ টাকা।

উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ও সরকারী অনুদান ৬১ কোটি ২০ লক্ষ ৭২ হাজার ১শ ৭২ টাকা, যেখানে বিশেষ প্রকল্প অনুদান ৫৫ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ৬১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার টাকা। মূলধন আয় ২ কোটি ৩১ লক্ষ ৫৯ হাজার ৯শ ৪৮ টাকা। মূলধন ব্যয় ১ কোটি ৩ লক্ষ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবুল হাঁশেম,এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার পৌর প্যানেল মেয়র-১ মো. জাফর আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী দীলিপ বিশ্বাস ও সচিব পারভিন আক্তার খোন্দকার,হিসার রক্ষক খোন্দাকার সাহেদ মো: নূর আবেদীন, কাউন্সিলর পরিমল দেবনাথ,অতীশ চাকমা,মো. শাহ আলম, মাসুদুল হক মাসুদ,আনোয়ার হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,সাংবাদিক,টিএলসিসি,এসআইসি ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি দীপক চক্রবর্তী বলেন, খাগড়াছড়ি পৌরসভাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে ৬ষ্ঠ পৌর পর্ষদ। এ পৌরসভার কার্যক্রম সারাদেশের কাছে অনুকরণীয়। নাগরিক সুভিধা বাড়াতে পৌরসভা আরো অগ্রণী ভূমিকা পাললের মাধ্যমে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় মেয়র রফিকুল আলম বলেন, খাগড়াছড়ি পৌর শহরকে একটি পর্যটনমূখী, আধুনিক পৌরসভা উপহার দিতে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি পৌরসভা। সে সাথে দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক পৌর বাস র্টামিনাল ও শিশুপার্ক,পৌর রেষ্ট হাউজ নির্মাণ,কপি হাউজসহ খাগড়াছড়ি পৌর সভাকে আরো এগিয়ে নেওয়ায় লক্ষে পৌর কর্তৃপক্ষ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান মেয়র রফিকুল আলম।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন