July 11, 2025, 6:59 pm
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

ফেনী-ছাগলনাইয়া সড়কে যানবাহনে গণ ছিনতাই।

২৮ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ছাগলনাইয়া ও ফেনী সদর থানা সীমান্তবর্তী ফেনী অংশে রুহিতিয়া রাস্তার মাথা নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে ২৮ জুন শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে সড়ক অবরোধ করে,প্রসূতি মা’কে বহনকারী এ্যাম্বুলেন্স সহ প্রায় ২০ টি’র ও বেশী যানবাহনে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।ছিনতাইকারীরা এইসব যানবাহনের চালকসহ যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়েছে।
ছিনতাইয়ের শিকার একাধীক যানবাহন চালক ও যাত্রীদের সূত্রে জানাযায়,  ছিনতাইকারীদের কবলে পড়া যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সায় বহনকৃত এক যাত্রীর কাছে থাকা জীবন্ত দুটি হাঁস ছিনতাইকালীন সময় সেচামেসি করে ডাকছিল,হাঁস দু’টির সেচামেসি শুনে ওই সময় ছিনতাইকারী সদস্যদের মধ্যথেকে একজন ছুটে এসে,ওই যাত্রীর কাছ থেকে হাঁস দু’টি ছিনিয়ে নিয়ে,হাঁস দু’টিকে জীবন্ত অবস্থায় পায়ের নিছে চেপে ধরে হাত দিয়ে টেনে ছিন্নবিন্ন করে ফেলেন।
ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে যানবাহনে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটছে শুনে,ফেনী ও ছাগলনাইয়া থানা পুলিশের একাধীক টহল পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলে ছিনতাইকারীরা ঘটনাস্থল ত্যাগকরে সরে যায়।উভয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরপরই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান,ফেনীতে অতিসম্প্রতি যোগদানকৃত ফেনী জেলা পুলিশ সুপার এসপি খোন্দকার নুরুন্নবী বিপিএম,পিপিএম।ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলে উপস্থিত থাকা উভয় থানার পুলিশদের অতি দ্রুত সময়ের মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়ীত থাকা অপরাধীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ প্রদান করেন।এই ঘটনায় জড়ীত থাকা অপরাধীদের গ্রেপ্তারে সর্ব প্রকার সর্বচ্ছ সহযোগিতা করণে ও আশ্বাস প্রদান করন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা