July 14, 2025, 9:53 pm
সর্বশেষ:
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক শহিদ আজাদ উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা

জকিগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম ,

জকিগঞ্জ প্রতিনিধি:
নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জকিগঞ্জের হাজারীচক জামে মসজিদের সাবেক ইমাম কাজী জাহিদ হাসানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে।

জানা যায়, গত রমজান মাসে ওই ছাত্রীটি হাজারীচক মসজিদ দারুল ক্বিরাত কেন্দ্রের ইমাম কাজী জাহিদের কাছে পড়াশোনা করে। ২৫ জুন মেয়েটিকে সিলেটের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন এক সন্তানের জনক এই ইমাম। পরদিন মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে জকিগঞ্জগামী একটি বাসে তুলে দেন তিনি। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত ২৬ জুন জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ইমামের শশুড়বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ।

পুলিশ হেফাজতে ইমাম কাজী জাহিদ হাসান বলেন, মেয়েটির সাথে তার ফোনে যোগাযোগ হত। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তাকে বাসে তুলে বাড়িতে পাঠিয়ে দেয়।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনের থানায় মামলা হয়েছে। এই ইমামের বিরুদ্ধে মোবাইল চুরিসহ একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা