July 26, 2024, 3:25 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

জামালপুরে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ মাহফুজুল হক (তুষার) , জামালপুর প্রতিনিধিঃ

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এই স্লোগানকে সামনে রেখে ৮ জুলাই জামালপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। জামালপুর জিলা স্কুলের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে  সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও স্কাউট নেতা আনোয়ার হোসেন।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর  জিলা স্কুলের প্রধান শিক্ষিকা শামছুননাহার মাকসুদা এবং দুদক ও স্কাউটের কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আতিকুর রহমান, দ্বিতীয় হয়েছে সাইদুল ইসলাম সৌমিক এবং তৃতীয় স্থান লাভ করেছে নুর জামান হোসেন সাদিক। প্রতিযোগিতায় অংশগ্রহনকৃত সকলেই ছিলো স্কাউটের ছাত্র।

অংশগ্রহণকারীগণ দেশে চলমান দুর্নীতির চিত্র তুলে ধরে তা প্রতিরোধে নানা কৌশলের কথা উল্লেখ করেন। প্রতিযোগিতা শেষে বিচারকগণ এধরনের প্রতিযোগিতা আরো বড় পরিসরে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করার জন্য দুদকের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা