১৩জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃতৃণমূল পর্যায় দলকে শক্তিশালী করার লক্ষে আওয়ামীলীগের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনে দলটির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৩ জুলাই ছাগলনাইয়া পৌরসভার ১,২,৩ ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ এর কার্যক্রম হিছাছরা খাঁন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।এই ৪ টি ওয়ার্ডের সম্মেলনের মধ্যেদিয়ে ছাগলনাইয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনে সম্মেলনের কার্যক্রম সম্পন্ন করলো কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন, ছাগলনাইয়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এম.মোস্তফা।
ছাগলনাইয়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের সম্মেলন কার্যক্রম সম্পন্ন করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভপতি এডভোকেট বাবু প্রিয়রঞ্জন দত্ত,বিশেষ অতিথি ছিলেন,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,জেলা আঃমীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন,শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আরিফ।
সম্মেলন অনুষ্ঠানে উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।