October 8, 2024, 4:00 pm

ফেনীর মেয়ে আফরা যাচ্ছেন জাপানের ফুকুওয়াকা শহরে শিশু সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ।

১৪ জুলাই ২০১৯,, বিন্দুবাংলা টি.. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃএশিয়ান প্যাসিফিক চিলড্রেন্স কনভেনশনে অংশ নিতে জাপানের ফুকুওয়াকা শহরে যাচ্ছেন ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল।শিশু প্রতিনিধি দলে রয়েছে ফেনীর ঐতিহ্যবাহী পায়রা সাংস্কৃতিক কেন্দ্রের নৃত্যু বিভাগের শিক্ষার্থী আফরা ইসমা চৌধুরী।বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে প্রতি বছর প্রতিযোগিতা মূলক এই শিশু সমাবেশে বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।বিশ্বের প্রায় ৫৭টি দেশের শিশুদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।যার মাধ্যমে বিশ্বের শান্তি-বন্ধুত্ব ও সংস্কৃতি বিনিময় করা হয়।১৩ জুলাই শনিবার রাতে ড্রাগন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে শিশু-সাংস্কৃতিক দলটি ১৫ দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওয়ানা হয়।৪ সদস্যের শিশু সাংস্কৃতিক প্রতিনিধি দলে রয়েছে ফেনীর আফরা।আফরা এই প্রথম দেশের বাইরে গিয়ে প্রতিযোগিতা মূলক কোন অনুষ্ঠানে নিজের যোগ্যতা প্রমাণের মাধ্যমে দেশের জন্য গৌরব অর্জনে সুযোগ পেল।সে ফেনী শহরের পূর্ব উকিলপাড়ার ব্যবসায়ী ইকবাল হোসেন ও গৃহীনি খালেদা ইসলামের একমাত্র কন্যা।

জাপানের এই অনুষ্ঠানটি বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সারা দেশ থেকে ৪ জন প্রতিযোগিকে মনোনীত করা হয়।মনোনীত ৪ প্রতিযোগির মধ্যে একজন ফেনীর মেয়ে আফরা।নৃত্য শিক্ষায় আফরার প্রশিক্ষক ফেনীর কৃতি সন্তান বিশিষ্ঠ নৃত্য শিল্পী শারমিন জুয়াইরিয়া জাহিদ ইনা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা