September 11, 2024, 10:49 pm
সর্বশেষ:
সৌদিতে কোটা আন্দোলনের দায়ে পুলিশের হাতে আটক হওয়া মেঘনার মেহেদী এখনো জেলে আমাদের অনুমতি ছাড়া মানববন্ধন – সভা হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মেঘনায় অনিয়ম বন্ধের ঘোষণা দিলেন ওসি আব্দুর রাজ্জাক মেঘনায় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতা নৌকার প্রচারণা ক্যাম্পে নিবন্ধনপ্রত্যাশী নতুন দলের চাপে ইসির গেটে কড়াকড়ি অস্ত্র উদ্ধারে অভিযান বুধবার রাত বারোটা থেকে: স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা জিকিরের মধ্য দিয়ে বন্যার্তদের উপহার সামগ্রী প্রস্তুতি

প্রিয়া সাহার বিরুদ্ধে দায়ের করা সব মামলা খারিজ

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, নাজমা আক্তার :

 

প্রিয়া সাহার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দেশদ্রোহিতার অভিযোগ তুলে যেসব মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল তার বেশিরভাগই খারিজ হয়ে গেছে। অবশিষ্ট মামলাগুলোর বিষয়ে সোমবার সিদ্ধান্ত দেবেন বিভিন্ন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রবিবার ঢাকা, যশোর, নাটোর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব মামলার আবেদন করা হয়।

প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং একটি উন্নয়ন সংস্থার কর্মী। গত ১৬ জুলাই হোয়াইট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার সুযোগ হয় তার। সেখানে নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে ওই নারী অভিযোগ করেন, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি আইনি সুরক্ষা পাননি। নিপীড়ন থেকে বাঁচতে ট্রাম্পের সহযোগিতা কামনা করেন ওই নারী।

প্রিয়া সাহা আরও অভিযোগ করেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে এবং দেশে থাকতে পারছে না। বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ‘নাইথ হয়ে গেছে। দয়া করে বাংলাদেশি জনগণকে সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।”

তার এমন অভিযোগ করার ভিডিওটি জনসমক্ষে এলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে এমন দাবি করেন সরকারের একাধিক মন্ত্রীসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আজ একাধিক মামলা দায়ের হয়। তবে আজ দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি অনুষ্ঠানে জানান, প্রিয়া সাহাকে আত্মসমর্থনে সুযোগ দিতে চায় সরকার। তিনি বলেন, ‘তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মনোভাব পোষণ করছেন। তার আত্মপক্ষ সমর্থনের আগে মামলা করা যাবে না।থ এসময় প্রিয়ার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের কাছে অনুমতি নিতে হবে বলেও জানান তিনি। এর পরই দেশের বিভিন্ন জেলায় প্রিয়া সাহার বিরুদ্ধে আওয়ামী লীগ ও একাধিক সহযোগী সংগঠনের বিভিন্ন সংক্ষুব্ধ নেতা-কর্মীরা মামলার প্রস্তুতি নিলেও আর তা দায়ের করেননি। খারিজ হয়ে গেছে বিভিন্ন আদালতে দায়ের করা মামলাগুলোও। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন বলে উনাকে (প্রিয়া সাহা) গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। উনি যা বলেছেন তার বিপরীতে সত্যটা তুলে ধরে বাকিটুকু এড়িয়ে চললে ভালো হয়।

যশোর প্রতিনিধি জানান, প্রিয়া সাহার বিরুদ্ধে দেশদ্রোহ ও নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দায়েরকৃত মামলা আদালত খারিজ করে দিয়েছেন।

রবিবার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে এই মামলাটি করেন যশোর শহরের খড়কি এলাকার মৃত এলাহী সরদারের ছেলে, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি বলেন, রাষ্ট্রপক্ষের অনুমতি না পাওয়ায় আদালত দুপুরেই মামলাটি খারিজ করে দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মিথ্যা অভিযোগ করায় প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার বিকেল ৫টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ মামলাটি খারিজ করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন জানান, যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলাটি দায়ের না হওয়ায় আদালত মামলাটি খারিজ করেছেন।

এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে এক মাদ্রাসার পরিচালক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

সিলেট প্রতিনিধি জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে সিলেটে প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটের আদালতে পৃথক দুটি অভিযোগ দাখিল করা হয়েছে। এর একটি আবেদনের আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন জমা দেওয়ার জন্য বাদীকে একমাসের সময় দিয়েছেন আদালত। অপর আদেশটি খারিজ হয়ে যেতে পারে বলে ধারণা করছেন তার আইনজীবী।

রবিবার প্রথম অভিযোগটি সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে দাখিল করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল। এ বিষয়ে রিমাদ আহমদ রুবেলের আইনজীবী অ্যাডভোকেট তাজ উদ্দিন বলেন, আদালত আমাদের অভিযোগটি রেখেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন জমা দেওয়ার জন্য বাদীকে এক মাসের সময় দিয়েছেন।

এ আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আসতে হবে বলে আদালত বাদীর আইনজীবীকে জানিয়েছেন।

অপরদিকে ২১ জুলাই দুপুরে দিকে প্রিয়া সাহার বিরুদ্ধে সিলেটের মহানগর হাকিম ১ম আদালতে আরেকটি অভিযোগ দাখিল করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা অ্যাডভোকেট সারোয়ার মাহমুদ। এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট সারোয়ার মাহমুদ বলেন, আদালতে দাখিলকৃত অভিযোগটি যথা সম্ভব খারিজ করে হতে পারে।

নাটোর প্রতিনিধি জানান, প্রিয়া সাহার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার জন্য আদালতের নির্দেশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতিপত্র জোগাড় করতে পারেননি বাদী নাসিম উদ্দীন নাসিম। এক্ষেত্রে সোমবার মামলাটি খারিজ ঘোষণার সম্ভাবনা দেখা দিয়েছে।

রবিবার রাত পৌনে দশটার দিকে এ তথ্য জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলেক উদ্দীন শেখ।

মামলার বাদী নাসিম উদ্দীন জানান, রবিবার দুপুরে মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সদর থানার ওসিকে নির্দেশনা দেন আদালত। তবে মামলার জন্য বিকেলের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতিপত্র জোগাড় করে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি অনুমতিপত্র জোগাড় করতে পারেননি।

সূত্র : নতুন সময়

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা