September 14, 2024, 6:46 am
সর্বশেষ:
সৌদিতে কোটা আন্দোলনের দায়ে পুলিশের হাতে আটক হওয়া মেঘনার মেহেদী এখনো জেলে আমাদের অনুমতি ছাড়া মানববন্ধন – সভা হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া মেঘনায় অনিয়ম বন্ধের ঘোষণা দিলেন ওসি আব্দুর রাজ্জাক মেঘনায় দ্বাদশ সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল নেতা নৌকার প্রচারণা ক্যাম্পে নিবন্ধনপ্রত্যাশী নতুন দলের চাপে ইসির গেটে কড়াকড়ি অস্ত্র উদ্ধারে অভিযান বুধবার রাত বারোটা থেকে: স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা জিকিরের মধ্য দিয়ে বন্যার্তদের উপহার সামগ্রী প্রস্তুতি

জকিগঞ্জে গুজবের প্রতিবাদ করায় কৃষকলীগ নেতার উপর হামলা

৩ আগষ্ট ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জে ছেলেধরা বের হয়েছে বলে গুজব ছড়ানোর সময় প্রতিবাদ করায় সুলতানপুর ইউনিয়ন কৃষকলীগের সহ সভাপতি ও মানবাধিকারকর্মী আব্দুর রুফ রবের উপর অতর্কিত হামলা করেছে স্থানীয় ফলাহাট গ্রামের আব্দুল মোতালেব ছতই মিয়ার ছেলে অটোরিকশা চালক বাহার উদ্দিন। এ ঘটনায় আহত আব্দুর রুফ (রব) বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে পুলিশ এখনো মামলাটি রেকর্ড করেনি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সরকার। মামলাটি রেকর্ড না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কৃষকলীগ নেতা আব্দুর রুফ রব।
অভিযোগ সূত্রে জানাযায়, অটোরিকশা চালক বাহার উদ্দিন স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ তার গাড়িতে থাকা যাত্রীদেরকে পুরো দেশে ছেলেধরা বের হয়েছে বলে প্রায়ই বলে থাকে। গত বৃহস্পতিবার আব্দুর রুফ রব অটোরিকশায় চড়ে বাড়িতে আসার পথে চালক বাহার উদ্দিন এসব গুজব ছড়ানো বিষয় আলাপ করতে শুরু করলে তিনি এনিয়ে কথা বলতে নিষেধ করেন। এ সময় অটোরিকশা চালক বাহার উদ্দিন কৃষকলীগ নেতা আব্দুর রুফ রবকে উদ্দেশ্য করে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বার্তা বলতে শুরু করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এনিয়ে আব্দুর রুফ রব থানাবাজার মাদ্রাসার ম্যানেজিং কমিটির বৈঠকে আলোচনা করেন। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে পাঠানচক রাস্তার মোড়ে বাহার উদ্দিন ও তাঁর ছোট ভাই জামাতকর্মী লোকমান উদ্দিন তাকে পরিকল্পিতভাবে লোহার রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার এসআই মিজানুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সরেজমিন তদন্ত করেছি। এলাকাবাসী সমাধানের চেষ্ঠা করছেন। সমাধান না হলে আমরা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা