মাটিরাঙ্গা: পবিত্র ইদ উল আজহা উপলক্ষ্যে মাটিরাঙ্গা পৌরসভায় হতদরিদ্র ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশষ্য বিতরণ করা হচ্ছে। শনিবার দুপুরের দিকে ভিজিএফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।
এসময় ভিজিএফ বিতরণ কমিটির চেয়ারম্যান ও মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম ভুইয়া এবং মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিজিএফ বিতরণ কমিটির চেয়ারম্যান ও মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম ভুঁইয়া জানান, পৌরসভার নির্বাচিত হতদরিদ্র ৩ হাজার ৮১ পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে বিজিএফ বিতরণ করা হচ্ছে।
এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকলের মধ্যে সৌহাদ্যপূর্ণ সহবাস্থান সৃষ্টির মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটটু রেখে সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকার ভিজিএফ বিতরন করছে।