৫ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মেহেরপুর প্রতিনিধি: আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোলা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান প্রমুখ।
এসময় সেখানে সরকারী কর্মকর্তা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।