December 22, 2024, 9:54 pm
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

দোয়ারাবাজারে বেহালরাস্তা সংস্কারের দাবি

২৬ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টিভি. কম,

এনামুল কবির মুন্না দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন,বোগলা ইউনিয়ন,লক্ষীপুর ইউনিয়ন,বাংলাবাজার ইউনিয়ন,নসিংপুর ইউনিয়নের বর্তমানে সবকয়টি ইউনিয়নের রাস্তাে চলাচলের অযোগ্য।

এ ইউনিয়ন গুলোর রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। তবুও প্রয়োজনের তাগিদে চলাচল করছে জনসাধারণ। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মাঝে-মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গত কয়েক বছর ধরে পড়ে থাকা বেহাল দশা রাস্তার ভাঙা অংশ মেরামত না করায় বড় বড় গর্ত পরিণত হয়েছে মরণ ফাঁদে।

এলাকাবাসী জানায়,গ্রামের রাস্তা গুলো এমন অবস্থায় রয়েছে যে, দীর্ঘদিন সড়কের বেহাল দশার কারণে যাত্রীরা কোন প্রকার যানবাহন দিয়ে এ সড়কে যাতায়াত করতে পারছে না। শুধুমাত্র পায়ে হেটেই চলাচল করতে হয়। বিশেষ করে বিপাকে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।

এ রাস্তা দিয়ে পাঁচটি ইউনিয়নের জনসাধারণসহ আশ-পাশের কয়েক গ্রামের মানুষ যাতায়াত করেন। দ্রুত রাস্তাগুলোর ভাঙা অংশে সংস্কারের ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছেন। তবে দিনের বেলায় কষ্ট করে যানবাহন চলাচল করলেও রাতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভাঙা রাস্তার কারণে পথচারীসহ এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে বলেও জানান গ্রামবাসী। পাঁচ ইউনিয়ন বাসীর দাবি (সুনামগঞ্জ ৫) আসনে এ,মপি মুহিবুর রহমান মানিক যেন খুব দ্রুত সংস্কার কাজে হাত দেন।

সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম আর্মি জানান, এই সড় গুলো দিয়ে এলাকার হাজার হাজার মানুষ প্রতিনিয়ত উপজেলা সদর, জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন।
কিন্তু দীর্ঘদিন ধরে এই সড়ক গুলো চলাচল অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন। প্রতিনিয়তিই ঘটছে দুর্ঘটনা। এটি খুব দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি।

এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডাঃআব্দু রহিমের নিক জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন আপনারা সাংবাদিক আপনারা এমপি সাবের সাথে এই বিষয়ে আলাপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা