৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম , ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তাlবিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপিথর বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন ডিএমপিথর কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে “আগস্ট ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায়চ্ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।
আগস্ট ২০১৯ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন)। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত), শেরেবাংলানগর থানা। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) সজীব দে, পুলিশ পরিদর্শক (অপারেশনস্) খিলগাঁও থানা। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মোঃ তারিকুল ইসলাম, খিলগাঁও থানা ও এসআই হিমায়েত হোসেন খান, কামরাঙ্গীরচর থানা। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মোঃ হেলাল উদ্দিন, মতিঝিল থানা ও এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোঃ হেলাল উদ্দিন, মতিঝিল থানা। শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার মোঃ আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, দারুসসালাম থানা। শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত), শেরেবাংলানগর থানা। শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার এসআই হারুন অর রশিদ, ওয়ারী থানা।
ডিএমপিথর গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে গোয়েন্দা উত্তর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মহরম আলী। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিমানবন্দর জোনাল টিম ডিবি-উত্তর বিভাগ। চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম কায়সার রিজভী কোরায়েশী, সহকারী পুলিশ কমিশনার, গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-উত্তর বিভাগ। অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম মোঃ শাহিদুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, খিলগাঁও জোনাল টিম ডিবি-পূর্ব। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম মোঃ শাহাদত হোসেন সুমা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোনাল টিম ডিবি-পশ্চিম। অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম আশরাফউল্লাহ সহকারী পুলিশ কমিশনার, শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, ডিএমপি।
ডিএমপিথর ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে টর্রাফিক-উত্তর বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী সিনিঃ সহকারী পুলিশ কমিশনার, উত্তরা ট্রাফিক জোন। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মঞ্জুরুল আলম, ইন্সপেক্টর, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট সাহানা আক্তার রমনা ট্রাফিক জোন ট্রাফিক-দক্ষিণ বিভাগ ও সার্জেন্ট মোঃ তানভীর হাসান, মিডিয়া শাখা, ট্রাফিক-পূর্ব বিভাগ।
জুলাই, ২০১৯ মাসে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্তে পুরস্কারপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ নুরুল আমিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়ারী জোন), এসএম শামীম সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (পল্লবী জোন), মোঃ ইকরাম আলী, অফিসার ইনচার্জ, হাজারীবাগ থানা, মোঃ সিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ, ডেমরা থানা ও এবিএম মোঃ মশিউর রহমান অফিসার ইনচার্জ, কামরাঙ্গীরচর থানা।
বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), ডিএমপি, উপ-পুলিশ কমিশনার ( প্রটেকশন বিভাগ, আইএডি বিভাগ, স্পেশাল এ্যাকশন গ্রুপ ও সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ) এবং সিস্টেম এ্যানালিস্ট ডিএমপি।
বিশেষ পুরস্কার পেলেন যারা তারা হলেন- (সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ায়) মশিউর রহমান উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (উত্তর) বিভাগ, (ভূয়া মেজর গ্রেফতার) বদরুজ্জামান জিল্লু অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (ডাকাতি মামলার আসামী গ্রেফতার) মোঃ কামরুজ্জামান সরদার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, উত্তরা জোন, (হত্যা মামলার আসামী গ্রেফতার) খন্দকার রবিউল আরাফাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, (হত্যা মামলার আসামী গ্রেফতার) আতিকুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পূর্ব) বিভাগ, (হত্যা মামলার আসামী গ্রেফতার) মহরম আলী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (জালটাকা উদ্ধার) মোঃ শাহাদত হোসেন সুমা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (জেএমবি গ্রেফতার) মোঃ তোহিদুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (ছেলেধরা গুজব সৃষ্টিকারী গ্রেফতার) মোঃ রবিউল ইসলাম সহকারী পুলিশ কমিশনার, ডেমরা জোন, (ছিনতাইকারী গ্রেফতার) মোঃ রাশেদ হাসান সহকারী পুলিশ কমিশনার, সবুজবাগ জোন, (ভিকটিম উদ্ধার) এস এম শামীম সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন ও (ভিকটিম উদ্ধার) সালমান হাসান সহকারী পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোন।
(অনলাইন প্রতারক চক্র গ্রেফতার) আশরাফউল্লাহ সহকারী পুলিশ কমিশনার, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, (আপত্তিকর ছবি প্রকাশকারী গ্রেফতার) ধ্রুব জ্যোতির্ময় গোপ সহকারী পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (জালটাকা উদ্ধার) সুমন কান্তি চৌধুরী সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা উত্তর বিভাগ, (অনলাইন প্রতারক গ্রেফতার) মোঃ মাহবুবুল আলম সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা উত্তর বিভাগ, (ছিনতাইকারী গ্রেফতার) মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), সহকারী পুলিশ কমিশনার, গোয়েন্দা দক্ষিণ বিভাগ, (হিজবুত তাহরীর সদস্য গ্রেফতার) আতিকুর রহমান চৌধুরী সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (অশ্লীল ছবি পোষ্টকারী গ্রেফতার) সাইদ নাসিরুল্লাহ সহকারী পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (ভূয়া র্যাব গ্রেফতার) জুলফিকার আলী সহকারী পুলিশ কমিশনার, উত্তরা ট্রাফিক জোন, (ছিনতাইকারী গ্রেফতার) মোঃ শাহীন ফকির অফিসার ইনচার্জ, বংশাল থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিরপুর মডেল থানা, (গণধর্ষন মামলার আসামী গ্রেফতার) মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ পরিদর্শক (তদন্ত) শেরেবাংলানগর থানা, (গণধর্ষন মামলার আসামী গ্রেফতার) সজীব দে পুলিশ পরিদর্শক (অপারেশন) খিলগাঁও থানা, (হাসপাতালে বোমা হামলার ইমেইল হুমকিদাতাকে গ্রেফতার) মোঃ রফিকুল ইসলাম পুলিশ পরিদর্শক, সাইবার সিকিউরিট এন্ড ক্রাইম বিভাগ, (গণধর্ষন মামলার আসামী গ্রেফতার) মোঃ কামরুল হোসাইন পুলিশ পরিদর্শক (অপারেশন) দারুসসালাম থানা, (অনলাইন প্রতারক গ্রেফতার) মোঃ শাহজাহান মন্ডল পুলিশ পরিদর্শক, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (চোর গ্রেফতার) মোহাম্মদ মুজিবুর রহমান টিআই, উত্তরা ট্রাফিক জোন ও (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) তৃপ্তি খান পুলিশ পরিদর্শক উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ।
(ডাকাত গ্রেফতার) এসআই মোঃ মনজুর হোসেন শাহবাগ থানা, (ডাকাত গ্রেফতার) এসআই অমল কৃষ্ণ দে শাহবাগ থানা, (অপহরণকারী গ্রেফতার) এসআই এস এম এনামুল হক ইনচার্জ, সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ী, কোতয়ালী থানা, (হত্যাকারী গ্রেফতার) এসআই মোঃ পাবেল মিয়া কোতয়ালী থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই সুব্রত কুমার সিং সূত্রাপুর থানা, (চোর গ্রেফতার) এসআই মোঃ হারুন অর রশিদ ওয়ারী থানা, (সিএনজিসহ দুষ্কৃতিকারী গ্রেফতার) এসআই শ্রী সবিন চন্দ্র মাহাতো পল্টন মডেল থানা, (হিজবুত তাহরীরের সদস্য গ্রেফতার) এসআই অনিরুদ্ধ রায় মুগদা থানা, (হত্যাকারী গ্রেফতার) এসআই মোঃ আলতাফ হোসেন মোহাম্মদপুর থানা ও (ছিনতাইকারী গ্রেফতার) এসআই মোঃ রফিকুল ইসলাম আদাবর থানা।
(ধর্ষণকারী গ্রেফতার) এসআই মোঃ আব্দুল মান্নান তেজগাঁও থানা, (ডাকাত গ্রেফতার) এসআই মোহাম্মদ আলী হাসান ভাটারা থানা, (স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার) এসআই মিজানুর রহমান গুলশান থানা, (ভূয়া ডিবি গ্রেফতার) এসআই মোঃ আব্দুস ছামাদ খিলক্ষেত থানা, (চোর গ্রেফতার) এসআই নাদিম মাহমুদ বাড্ডা থানা, (চুরি যাওয়া সিএনজি উদ্ধার) সার্জেন্ট মোঃ মাহাবুব হাসান পল্লবী ট্রাফিক জোন, (চুরি যাওয়া গাড়ীসহ ০২ রাউন্ড গুলি উদ্ধার) সার্জেন্ট মোঃ মেহেদুর রহমান লালবাগ ট্রাফিক জোন, (পকেটমার গ্রেফতার) সার্জেন্ট মোঃ মেহেদী হাসান মহাখালী ট্রাফিক জোন ও (ছিনতাইকারী গ্রেফতার) সার্জেন্ট মোঃ ফয়সাল আহমেদ শাহবাগ ট্রাফিক জোন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।