১৩অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,
এনামুল কবির(মুন্না):সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রাচীন বাংলার জনপদ হলহলিয়া রাজবাড়ির পাশে লাল শাপলার বিকি বিলকে আনুষ্ঠানিক নতুন পর্যটন এলাকা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে জেলা প্রশাসন। সম্প্রতি প্রায় ১৩ একর জলাভূমি নিয়ে বিস্তৃত বিকি বিলে লাল শাপলার বিপুল সমারোহের কারণে পর্যটকদের দৃষ্টি কেড়েছে।
শনিবার পর্যটকদের আকৃষ্ট করতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আনুষ্ঠানিকভাবে পর্যটন স্পট হিসেবে উদ্বোধন করেন এই বিলের।
এসময় পর্যটকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল, বরোখাড়া ও আমবাড়ি গ্রাম নিয়ে বিকিবিলের অবস্থান। উত্তরে মেঘালয় পাহাড়। বাদাঘাট টেকেরঘাট সড়কের ধারে অবস্থিত বিকি বিলে প্রায় দেড় যুগ ধরে নিয়মিত শাফলা ফুটে স্থানীয়দের মুগ্ধ করে আসছিল।
সম্প্রতি পর্যটকদের দৃষ্টি কাড়ে বিলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত লালেলাল শাপলা বাগানের মনোহর ছবি প্রচার পায়। এতে ঢল নামে পর্যটকদের। পর্যটকদের দৃষ্টি আরো আকর্ষণ করতে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পর্যটন স্পট ‘লাল শাপলার বিকি বিল’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।