• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গণমিছিলকে কেন্দ্র করে বিএনপি ঐক্যবদ্ধ, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ মেঘনায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সদর দক্ষিণ সার্কেল অফিসে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতালকে জরিমানা, ডেন্টাল কেয়ার সিলগালা সাপ আতঙ্কে মেঘনা সাব-রেজিস্টারের অস্থায়ী অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থানান্তরের দাবি জনসাধারণের কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ, উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে প্রধান অতিথির কঠোর সমালোচনা গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এখানে যদি দুর্নীতি চায় কি না—এমন গণভোট করি শতভাগ মানুষ ভোট দেবে ‘চাই না’ : দুদক চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

মেঘনায় ব্রিজের অভাবে যাতায়াতে চরম দূর্ভোগ।

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

১৫ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় খিরাচক খালের উপর ব্রিজের অভাবে দুটি ইউনিয়নের ২০ হাজার লোকের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় মান্দাতা আমলের সরু জনাকীর্ণ, খুটি ভাংগা, মারাত্মক ঝুঁকি পূর্ণ, খালের অর্ধেকের মধ্যে একটি ছোট ব্রিজ, ব্রিজের পূর্বপারে বাশের একটা লম্বা ঝুঁকি পূর্ণ সাকু। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর, দড়িকান্দি, দক্ষিণ কান্দি, চাওলা ঘাটা, জয়নগর, চরপাথালিয়া, মহেশখোলা, আলিপুর, বিনোদপুর, করিমাবাদ, হিজলতলী, মির্জানগর ও ভাওরখোলা ইউনিয়নের খিরাচক খাসের গাও,দড়ি মির্জানগর, ওমরাকান্দা, ভারতপুর নোয়াগাও, ভাওরখোলা সহ এই অঞ্চলের মানুষের যাতায়াতে খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন নারী, পুরুষ, শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।খিরারচক বাজার, সেননগর বাজার, আলিপুর ঘাট, দৌলত হোসেন হাইস্কুল ও ভাটের চর -মেঘনার আঞ্চলিক সড়কের কদমতলা হয়ে রাজধানী ঢাকা বা জেলা শহর কুমিল্লায় যাতায়াতের এই অঞ্চলের জনগণের এই পথ টি খুবই গুরুত্বপূর্ণ শুধু ব্রিজটি না,থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে অন্য দিকে প্রয়োজনের তাগিদে ৫ কিলোমিটার ঘুরে অতিরিক্ত অর্থ ও সময় অপচয় করে যাতায়াত করছে। একাধিকবার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় ফলোআপ সংবাদ হলেও কোন লাভ হয়নি। এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সী তপনের নিকট জানতে চাইলে তিনি বলেন ব্রিজটি এই এলাকার জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই কাজ করছি একবার ৩০ মিটার ব্রিজের জন্য সার্ভে হলেও আমরা উপজেলা সমন্বয় মিটিং এ ৫০ মিটার ব্রিজের আবেদন জানালে সেই মোতাবেক প্রস্তাবনা পাঠানো হয়েছে আশাবাদী অচিরেই টেন্ডার হবে, তবে কর্তৃপক্ষ কে অনুরোধ করবো দূর্দশা লাঘবে যেন দ্রুত পদক্ষেপ নেন। অন্যদিকে উপজেলা প্রকৌশলীর নিকট গত মঙ্গলবার তার কার্যালয়ে গেলেও না পাওয়ায় বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী বিনিত ভাবে অনুরোধ করেছেন কর্তৃপক্ষের নিকট যে উপজেলার প্রায় এক তৃতীয়াংশ লোকের অতি গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজটি যেন দ্রুত পদক্ষেপ নিয়ে দূর্দশা লাঘব করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন