১০ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃপারভেজ দেওয়ান,
নিজস্ব প্রতিবেদক।।
করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবনধারা।করোনার কারনে পুরো পৃথিবী আজ স্থবির। করোনার কারনে হাজারো মানুষ হারিয়েছে তার কর্ম।আবার অনেকেই বিভিন্ন ভাবে তার কর্মকে বাচিয়ে রাখার চেষ্টা করছে।করোনা মোকাবিলা করেই মানুষ তার জীবনযাপন স্বভাবিক করার চেষ্টা করছে।কিন্তু তা খুব সহজ নয়।
করোনার শুরুতে করোনা সহজে মোকাবিলা করা যাবে বলে মনে করলেও তা যে কতোটা কঠিন তা এখন হাড়ে হাড়ে বুজা যাচ্ছে।করোনা শুরু হলেও এর শেষ হবার নেই কোন সীমারেখা। তাই কর্মজীবী মানুষেরা তাদের কাজ কর্মকে অন্য ভাবে সফল করার চেষ্টা করছে। যার জন্য কর্মজীবী মানুষ সহ প্রায় সব মানুষের জীবনধারা বদলে গেছে।
করোনা সংক্রামক হওয়ায় অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না।তাই বলে কি অফিসও বন্ধ থাকবে?আর থাকলেও বা কতোদিন? তাই এখন বাধ্য হয়ে অন্য কোন উপায়ে অফিস করতে হচ্ছে।ঘরে বসের মোবাইল কিংবা ল্যাপটপ এর মাধ্যমে অফিসের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন অনেকেই।
করোনার আগেও ঢাকার রাজনীতির আলোচনা সমালোচনা থাকলেও তা এখন আর নেই।পার্টি অফিসে ভীড় করছেন না নেতাকর্মীরা।তাই বলে রাজনীতি বন্ধ নেই।দলীয় নেতারা তাদের কর্মীদের খোজ রাখছেন ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে।তাছাড়া সরকারি দল এর মন্ত্রীগন তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়াদি অনলাইনের মাধ্যমে মিডিয়ার কাছে তুলে ধরছে।আবার অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত ভার্চুয়াল কলের মাধ্যমে সরকারের বিভিন্ন দিকের সমালোচনা সহ মন্তব্য করেন।তাছাড়া সরকার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত অনলাইনের মাধমে সংবাদ ব্রিফিং করছেন।
বাংলাদেশের পর্যটন শিল্পে আবারো পরেছে বিরুপ প্রভাব। করোনার প্রভাবে এ শিল্পের প্রায় ৪০ লাখ পেশাজীবি বেকার। করোনার প্রভাবে এ পযন্ত ৫ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
করোনার প্রভাবে সকল ধরনের সামাজিক, ধর্মীয়, পারিবারিক অনুষ্ঠান বন্ধ।বন্ধ রয়েছে এর সাথে সংশ্লিষ্ট সকল দোকান, কমিউনিটি সেন্টার, অফিস। মিরপুর বেনারসি পল্লীতে নেই আগের মতো ভীড়। নেই আগের মতো শাড়ি ক্রেতা। বেনারসি পল্লীর দোকান মালিক, কর্মচারী সকলেই কাটাচ্ছে দূর্বিষহ দিন।অনেকে বেছে নিয়েছে অন্য পেশা।এছাড়া ঢাকার বিভিন্ন কমিউনিটি সেন্টার ঘুরে দেখা যায় গত ২৬ শে মার্চ এর পর থেকে বন্ধ প্রায় সব কমিউনিটি সেন্টার। এর ফলে কমিউনিটি সেন্টার সংশ্লিষ্ট কর্মচারী কর্মকর্তারা কাজ হারিয়ে ছেলে সন্তান নিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন।অনেকেই আবার অন্য পেশাকে নিজের পেশা করে নিয়েছেন।
করোনার কারনে অনেকেই যেমন কর্মহীন হয়ে পড়েছেন।আবার অনেকেই নিজের কর্মকে বাচিয়ে রাখতে নিজের জীবন বাজি রাখে কর্মস্থলে ছুটে যাচ্ছে,আবার অনেকেই ভিন্ন উপায়ে অফিসের কাজ করছেন।তাই বলা চলে করোনা পাল্টিয়ে দিয়েছে মানুষের জীবনধারা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।