July 7, 2025, 11:49 am
সর্বশেষ:
জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি? আইনের পথেই হোক সমাধান সন্ধিক্ষণে মেঘনা উপজেলার রাজনীতি — সংকট, সম্ভাবনা ও আগামী পথচলা বুদ্ধিবৃত্তিক ও সংস্কৃতির আন্দোলন ছাড়া সমাজের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়

গজারিয়ায় মান্দাতা আমলের ঝুঁকিপূর্ণ ষ্টীল ব্রীজে নৌ যান চলাচল বন্ধ, ঝুঁকিতে সড়ক পরিবহন, দূর্ভোগে জনগণ

১৭ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে জামালদি ষ্ট্যান্ড ভায়া হোসেনদি বাজার ও ইউপি অফিস হয়ে উপজেলা পরিষদের যোগাযোগের প্রধান রাস্তা । জামালদি ষ্ট্যান্ড কাছাকাছি এই প্রধান রাস্তায় একটি নিচু,সুরু পুরানো ও ঝুকিপূর্ন ষ্টীলের ব্রীজ রয়েছে। দেখা যায় সুরু ও নিচু ব্রীজের কারনে নদী পথে সকল মৌসুমে পন্য বাহি নৌ পরিবহন বন্ধ আছে। অপরদিকে ব্রীজটি সুরু ও ঝুঁকি পূর্ণ হওয়ায় প্রতিদিন শত শত সিএনজি, মিশুক, মালবাহী লড়ি ট্রাক সহ ব্রীজ পারাপারে সীমাহীন কষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের প্রতিনিয়ত । এলাকার সকল শ্রেণির মানুষের দাবি জনস্বার্থে শিল্পকারখানা এবং অর্থনৈতিক উন্নয়নে নৌ চলাচলের সুযোগ রেখে দুর্ভোগ নিরসনে একটি প্রসস্থ উচু পাকা ব্রীজ নির্মাণ । ইউপি সদস্য মোবারক জানান একদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অপরদিকে মেঘনা নদী থাকায় গজারিয়ায় মোনায়েম অর্থনৈতিক জোন অঞ্চল, পাওয়ার প্ল্যান্ট,সিমেন্ট শিল্প সহ বহু উৎপাদনশীল কারখানা আছে। সড়ক ও নদী দুই পথেই প্রতিদিন শত শত বিভিন্ন ধরনের পন্য বাহি পরিবহন চলাচলে ব্রীজটি প্রসস্থ ও উঁচু করে নির্মাণ প্রয়োজন ।
সাবেক উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান মহাসড়ক থেকে উপজেলা পরিষদ যোগাযোগে এটি একটি প্রধান রাস্তা । জামালদি ষ্ট্যান্ড কাছাকাছি সুরু নিচু ষ্টীলের ব্রীজ থাকায় বিভিন্ন ধরনের পরিবহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের । ব্রীজ নীতিমালা ২০১৮ প্রঞ্জাপন জারি হয়েছে। এখন ১ শত মিটার ব্রীজ পরিবর্তে ১ শত ৫০ মিটার দীর্ঘ ব্রীজ বাস্তবায়নের জন্য ১২ থেকে ১৩ কোটি টাকা বাজেট অনুমোদন প্রয়োজন আছে। ব্রীজটি প্রসস্থ ও উঁচু করে নির্মাণ করতে
সময় সাপেক্ষ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা