October 14, 2025, 4:51 am
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

গজারিয়ায় মান্দাতা আমলের ঝুঁকিপূর্ণ ষ্টীল ব্রীজে নৌ যান চলাচল বন্ধ, ঝুঁকিতে সড়ক পরিবহন, দূর্ভোগে জনগণ

১৭ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে জামালদি ষ্ট্যান্ড ভায়া হোসেনদি বাজার ও ইউপি অফিস হয়ে উপজেলা পরিষদের যোগাযোগের প্রধান রাস্তা । জামালদি ষ্ট্যান্ড কাছাকাছি এই প্রধান রাস্তায় একটি নিচু,সুরু পুরানো ও ঝুকিপূর্ন ষ্টীলের ব্রীজ রয়েছে। দেখা যায় সুরু ও নিচু ব্রীজের কারনে নদী পথে সকল মৌসুমে পন্য বাহি নৌ পরিবহন বন্ধ আছে। অপরদিকে ব্রীজটি সুরু ও ঝুঁকি পূর্ণ হওয়ায় প্রতিদিন শত শত সিএনজি, মিশুক, মালবাহী লড়ি ট্রাক সহ ব্রীজ পারাপারে সীমাহীন কষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের প্রতিনিয়ত । এলাকার সকল শ্রেণির মানুষের দাবি জনস্বার্থে শিল্পকারখানা এবং অর্থনৈতিক উন্নয়নে নৌ চলাচলের সুযোগ রেখে দুর্ভোগ নিরসনে একটি প্রসস্থ উচু পাকা ব্রীজ নির্মাণ । ইউপি সদস্য মোবারক জানান একদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অপরদিকে মেঘনা নদী থাকায় গজারিয়ায় মোনায়েম অর্থনৈতিক জোন অঞ্চল, পাওয়ার প্ল্যান্ট,সিমেন্ট শিল্প সহ বহু উৎপাদনশীল কারখানা আছে। সড়ক ও নদী দুই পথেই প্রতিদিন শত শত বিভিন্ন ধরনের পন্য বাহি পরিবহন চলাচলে ব্রীজটি প্রসস্থ ও উঁচু করে নির্মাণ প্রয়োজন ।
সাবেক উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান মহাসড়ক থেকে উপজেলা পরিষদ যোগাযোগে এটি একটি প্রধান রাস্তা । জামালদি ষ্ট্যান্ড কাছাকাছি সুরু নিচু ষ্টীলের ব্রীজ থাকায় বিভিন্ন ধরনের পরিবহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের । ব্রীজ নীতিমালা ২০১৮ প্রঞ্জাপন জারি হয়েছে। এখন ১ শত মিটার ব্রীজ পরিবর্তে ১ শত ৫০ মিটার দীর্ঘ ব্রীজ বাস্তবায়নের জন্য ১২ থেকে ১৩ কোটি টাকা বাজেট অনুমোদন প্রয়োজন আছে। ব্রীজটি প্রসস্থ ও উঁচু করে নির্মাণ করতে
সময় সাপেক্ষ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা