November 22, 2024, 11:44 am

সাত কেজি স্বর্ণসহ শাহজালালে আটক ১

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনাসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস।

বুধবার (১৮ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা মহব্বত আলী নামে যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জানায়, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারির এক পর্যায়ে সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা ফ্লাইট নং- ইকে-৫৮৩ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০ স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬.৯০০ কেজি। আটকদের বিরুদ্ধে স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা