May 2, 2024, 9:48 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে আলটিমেটাম

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে অবৈধ যান চলাচল বন্ধে আলটিমেটাম দিয়েছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় এসব তথ্য নিশ্চিত করেন।

সাধারণ সম্পাদক জানান, পূর্বের আল্টিমেটাম বহাল রেখে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে হবিগঞ্জ বাস টার্মিনালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনুমতি ছাড়া চলাচলকারী অবৈধ যানবাহন আজ ২৮ নভেম্বরের মধ্যে বন্ধ না হলে ২৯ নভেম্বর হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের আওতাধীন সকল গাড়ি প্রশাসনের নিকট জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়।

সাধারণ সম্পাদক আরও  জানান, হবিগঞ্জ-সিলেট ও আঞ্চলিক সড়কগুলোতে প্রতিদিন সমিতির ২৭৮টি বাস চলাচল করে। একদিনে তারা যাত্রী পরিবহন করে ২০ হাজারেরও বেশি। এ সকল গাড়ি বন্ধ থাকলে প্রতি দুইদিনে মালিক শ্রমিকদের কোটি টাকারও ওপরে লোকসান গুণতে হবে।

উল্লেখ‌্য, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ, জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ গত ১৮ নভেম্বর হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তখন ২৮ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৯ নভেম্বর সকল গাড়ি প্রশাসনের নিকট জমা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিলো।

এ ব‌্যাপারে স্থানীয়রা জানান, বাস-মিনিবাস মালিক শ্রমিকদের ঘোষণা অনুযায়ী গাড়িগুলো প্রশাসনের নিকট জমা দিলে শহরে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। ভোগান্তি বাড়বে শহর ও গণপরিবহনে চলাচল করা মানুষদের। এক্ষেত্রে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা