May 5, 2024, 3:52 pm
সর্বশেষ:
নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

মাদারীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন শিবচর থানার মো. মিরাজ হোসেন

২৯ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, সুইটি আক্তার, মাদারীপুর :
মাদারীপুরের শিবচরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। জেলার মধ্যে শিবচর থানায় মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করায় তাকে পুরুস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেনকে তার পুরস্কারটি তুলে দেন।
জানা যায়, শিবচর থানায় ২০২০ সালের ০৩ ডিসেম্বর ওসি হিসেবে মো. মিরাজ হোসেন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করেন। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
মাসিক অপরাধ দমন সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও এ্যাডমিন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) এহ্সানুর রহমান ভূইয়া, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতার অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা