১৫ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
সুইটি আক্তার, মাদারীপুর:
মাদারীপুর আদালত প্রাঙ্গণে রোববার সকাল ১০ ঘটিকায় ১৫ আগস্ট’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টি নন্দন ম্যুরাল উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এবং জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস, যুগ্ম জেলা ও দায়রা জজ কহিনুর আঞ্জুমান, মো. শরিফুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. সাইদুর রহমান, শহিদুল ইসলাম, ফয়সাল আল মামুন, সিনিয়র সহকারী জজ মো. ফিরোজ মামুন, সহকারী জজ মো. আল আমীন, জেসমিন নাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জিপি জাকির হোসেন লোকমান, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন প্রমুখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।