২০ জানুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :মেঘনায় ইরি (বোরো বীজতলা) গত বছরের তুলনায় তিনগুন ফলে বিপাকে পরেছেন স্থানীয় কৃষক। উপজেলার ৮ টি ইউনিয়নে সরেজমিনে কৃষকের সাথে কথা বললে এ তথ্য জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর ইরি (বোরো) ধানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭ ৩৫ হেক্টর এ পর্যন্ত আবাদ করা হয়েছে ১৯১৫ হেক্টর। গোবিন্দ পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের কৃষক মোঃ আমির আলী বলেন ইরি বীজ লাগানোর পরে বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে নতুন করে আবার বীজতলা লাগিয়ে জমিতে রোপণ করা হচ্ছে অনেকেই আবার ক্রয় করে রোপণ করছেন গতবছর যার দাম প্রতি কাইম ৩ শ থেকে ৪ শ ছিলো এবার তা ৯ শ থেকে ১ হাজার হয়েছে। মানিকার চর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের কৃষক সুমন বলেন আমাদের প্রধান ফসল ইরি ধান এই মৌসুমে বীজতলা (জালা)র দাম ক্রয় ক্ষমতার বাইরে এর পর আরও অনেক খরচ কি হবে চাষ করে ভাবছি। ভাওরখোলা ইউনিয়নের শিবনগর গ্রামের কৃষক মুক্তি বলেন বৃষ্টির ফলে সব বীজতলা নষ্ট হওয়ায় এখন চড়া দামে কিনে আবাদ করতেছি ভাগ্য যা আছে তাই হবে ১ হাজার টাকা কাইম জালা কিনছি। কৃষি অফিস বলছে ২০৪১ হেক্টর বীজ তলা আবাদ করা,হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম বলেন ডিজেলের দাম বৃদ্ধি, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে কিছুটা বীজতলার দাম বাড়ছে তবে তিনগুণ না, যদি বীজতলার সংকট থাকে কোন কৃষকের উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।