July 24, 2025, 11:18 pm
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের বিক্ষোভ

১৭ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

দাউদকান্দি সংবাদদাতা।। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।  আজ বৃহস্পতিবার সকালে  সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত পূর্ণাঙ্গ মুক্তির দাবীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমেদকে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডস্থ জিংলাতলীতে কুমিল্লা উত্তর জেলা শাখা জাতীয়তাবাদী মহিলাদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি আইরিন সরকার, সহসভাপতি ও সাবেক হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী, সহসাংগঠনিক সম্পাদক লিপি আক্তার, সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু। এছাড়াও সমাবেশে অধস্তন উপজেলা ও পৌর কমিটির নারীনেত্রীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত পূর্ণাঙ্গ মুক্তি দাবীর পাশাপাশি কেন্দ্রীয় মহিলাদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ করেন এবং সরকারকে অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা