May 8, 2024, 5:57 am
সর্বশেষ:
সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের বিক্ষোভ

১৭ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

দাউদকান্দি সংবাদদাতা।। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।  আজ বৃহস্পতিবার সকালে  সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত পূর্ণাঙ্গ মুক্তির দাবীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমেদকে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডস্থ জিংলাতলীতে কুমিল্লা উত্তর জেলা শাখা জাতীয়তাবাদী মহিলাদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি আইরিন সরকার, সহসভাপতি ও সাবেক হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী, সহসাংগঠনিক সম্পাদক লিপি আক্তার, সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু। এছাড়াও সমাবেশে অধস্তন উপজেলা ও পৌর কমিটির নারীনেত্রীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত পূর্ণাঙ্গ মুক্তি দাবীর পাশাপাশি কেন্দ্রীয় মহিলাদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ করেন এবং সরকারকে অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা