April 27, 2024, 6:32 am

কুমিল্লা -২ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ৩-বাতিল ৬

নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার কুমিল্লা -আসনের মনোনয়ন ফরম বাছাইয়ের পূর্ব নির্ধারিত দিন ধার্য্য ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে । এ আসনে মোট ১২ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থীসহ ৩ প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ,৩ প্রার্থীর স্থগিত ও ৬ প্রার্থীর বাতিল  ঘোষণা করেছেন।  গতকাল রোববার  রিটার্নিং কর্মকর্তা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জেলা প্রশাসক মিলনায়তনে সকল প্রার্থী, সহকারী রিটার্নিং কর্মকর্তা বৃন্দ উপস্থিতিতে এ তথ্য জানান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ আলতাফ হোসাইন, জাকের পার্টির আঃ লতিফ স্বপনের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মাঈনুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো: শফিকুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ আব্দুস ছালাম এর মনোনয়ন ফরম এ আয়কর রিটার্ন এর সার্টিফাইড কপি জমা না দেওয়ায় স্থগিত করা হয়েছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল মজিদ( স্বতন্ত্র) হলফ নামায় সনাক্তকারীর নাম না থাকা,জাতীয় পার্টির এ টি এম মঞ্জুরুল ইসলাম হলফ নামার ৯ নং ক্রমিক পূরণ না করায়, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী  সুলতান মহিউদ্দিন আয়কর রিটার্ন দাখিল না করায়,  মোঃ শাহ আলম খন্দকার (স্বতন্ত্র) প্রতিবেদন দাখিলের শতকরা ১ ভাগে ৪ টি সত্য বাকীগুলো মিথ্যা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত প্রার্থী সিরাজুল টম সুডেন হলফনামায় স্বাক্ষর না করায় ও, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আব্দুস সালাম আয়কর রিটার্ন দাখিল না করায় মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন  যাদের অসম্পূর্ণ কাগজ রয়েছে আজ সোমবার সঠিক কাগজ পত্র জমা দিলে বৈধ ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা