May 16, 2024, 9:43 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

৩০ নভেম্বর এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন রাইয়ান রহমান

২৯ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

এম এইচ বিপ্লব সিকদার।।

তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত সাব জুনিয়র ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে চতুর্থ স্থান অধিকারী রাইয়ান রহমান ৩০ নভেম্বর এশিয়ান পাওয়ার লিফটিং সাব – জুনিয়র চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করতে দুবাই যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় ২৯ টা দেশের ৪৮৫ জন পাওয়ার লিফ্টার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ১০ জনের একটি পাওয়ার লিফ্টার দল দুবাইতে অংশগ্রহণ করবেন। রাইয়ান রহমান কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের সোনার চর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। রাইয়ানের পরিবারের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। , রাইয়ানের ক্যাটাগরি হচ্ছে সাব-জুনিয়র (৫৯কেজি) ডিসেম্বরের ২-৭ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। খেলা গুলো ইউটিউবে লাইভ দেখা যাবে।রাইয়ানের খেলা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।রাইয়ানের বাবা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলে রাইয়ান রহমান গত সেপ্টেম্বরে, ২০২২ তুরস্কের ইস্তাম্বুল এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সব জুনিয়ার ক্যাটাগরিতে তিনটি ইভেন্টের ভিতর( ৫৯ কেজি শরীরের ওজন ) একটিতে সিলভার (স্কোয়াট) একটিতে ব্রোঞ্জ (ডেড লিফট) ও একটিতে ষষ্ঠ স্থান ( বেঞ্চ প্রেস) অধিকার করেন। সম্মিলিতভাবে ওয়ার্ল্ডে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।  উল্লেখ্য যে পৃথিবীর ৪৯ টা দেশ থেকে ২১২ জন পরীক্ষিত পাওয়ার লিফ্টার lএই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। রাইয়ান , বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্লেয়ার হিসেবে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা