July 22, 2024, 11:09 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

প্রতিটি কুকুরের জন্য মাসিক বরাদ্দ ৬৭৫০ টাকা দিয়েছে কলকাতার পুলিশ

৪ অক্টোবর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

নাজমা আক্তার : কলকাতার পুলিশে ডগ স্কোয়াডে মোট ৪২টি কুকুর আছে। ১৩ ধরনের খাবারের সাঙ্গে মাসে প্রতিটির জন্য বরাদ্দ থাকে ৩ কেজি সবজি। দক্ষ রাঁধুনিরা প্রত্যেকদিন দু’বার করে কুকুরদের জন্য খাবার রান্না করেন। যাতে কুকুরগুলো পুলিশের জন্য সঠিকভাবে কাজ করতে পারে। কলকাতা পুলিশ সূত্র একথা জানিয়েছে। সূত্র : এই সময়

কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেন, ডগ স্কোয়াডের কুকুরদের খাবার ভারসাম্যপূর্ণ। এতে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল বজায় রেখে খাবার দেওয়া হয়। তিনি বলেন, প্রত্যেক বছর কুকুরদের খাবারের জন্য ডায়েট প্ল্যান তৈরি করা হয়। পুষ্টিবিদরা প্ল্যান তৈরি করেন।
] ওই কর্মকর্তা বলেন, খাদ্য তালিকায় গাজর, ব্রকোলি, ডিম, মাংস, দই এবং উন্নতমানের চাল ও ডাল থাকে। বোনলেস মাংসের পাশাপাশি উন্নতমানের হাড়ও কুকুরদের দেওয়া হয়। তবে ডগ স্কোয়াডের সদস্যদের রান্নায় লবণ, হলুদ ও রসুন দেওয়া হলেও তেল দেয়া হয় না। সম্পাদনা -বিপ্লব সিকদার

 

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা