December 3, 2024, 5:22 pm
সর্বশেষ:
মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫ মেঘনায় কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক মেঘনা নদীতে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩ রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হই, সূচনা করি নতুন অধ্যায়ের: তারেক রহমান মেঘনা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ নির্বাচনের রোডম্যাপ দিলে জনগণ আশ্বস্ত হবে: খন্দকার মোশাররফ কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্তের ঘোষণা  মাছের প্রজননে বাধা দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে: মৎস্য উপদেষ্টা বাধার মুখে বন্ধ হলো নারায়ণগঞ্জের ‘সাধুসঙ্গ ও লালন মেলা’

কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট।।

নয়াপল্টনে মহাসমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ২ বিএনপি নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

 

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে দেওয়া মিছিলটি কুমিল্লা নগরীর চকবাজার ডাচ বাংলা ব্যাংকের কাছে গেলে পথরোধ করে পুলিশ। এ সময় ব্যাপক লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে হরতালের সফল করতে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি মিছিল বের করে। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে চকবাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংক এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ ২ বিএনপি কর্মীকে আটক করে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বর্তমানে নগরীর সবকটি পথ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

তবে আহত কিংবা আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। হরতালের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। আজকের ঘটনার বিষয়ে পরে জানানো হবে। সূত্র -ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা