July 7, 2025, 11:55 am
সর্বশেষ:
জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি? আইনের পথেই হোক সমাধান সন্ধিক্ষণে মেঘনা উপজেলার রাজনীতি — সংকট, সম্ভাবনা ও আগামী পথচলা বুদ্ধিবৃত্তিক ও সংস্কৃতির আন্দোলন ছাড়া সমাজের বিপর্যয় ঠেকানো সম্ভব নয়

চমেক হাসপাতালে ছদ্ধবেশে দুদকের অভিযান , দুই কর্মচারীকে ঘুষগ্রহণের অভিযোগে চাকুরি চ্যুত

বিপ্লব সিকদার।। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্ধবেশে দুদকের অভিযান পরিচালনা করেছে। অভিযানে আউটসোর্সিংএ নিয়োগ প্রাপ্ত দুই কর্মচারীকে ঘুষসহ আটক করে পরিচালকের নিকট সোপর্দ করা হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন। ১৪ নভেম্বর দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেছেন। আজ দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সংস্থাটি ১২ টি অভিযোগের বিষয়ে ৯টি অভিযান ৩টি দপ্তরে পত্র প্রেরণ পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকিটের নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায়, রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে হুইল চেয়ার ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা করাতে ঘুস দাবিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টীমের সদস্যগণ রোগী,সেবাগ্রহীতার ছদ্মবেশে জরুরী বিভাগ, মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ড সহ অপরাপর ওয়ার্ড সমূহে অবস্থান করেন। আনসার, আউটসোর্সিং ও স্পেশাল ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ পরস্পর যোগসাজশে জরুরি বিভাগের মূল ফটকে সংকটাপন্ন রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হুইল চেয়ার ও ট্রলির কৃত্রিম সংকটের মাধ্যমে কৌশলে টাকা আদায় করে। এসময় আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত দুইজন কর্মচারীকে ঘুষসহ হাতেনাতে ধরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট সোপর্দ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন। সম্পাদনা নাজমা আক্তার

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা