May 20, 2024, 5:55 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনায় ইসলামী ঐক্যজোটের প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ

বিপ্লব সিকদার।।

কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেনের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দিতে আসার সময় বড়কান্দা -ভাওর খোলা সড়কের মাঝামাঝি স্থানে আমান উল্লাহ আমান পূর্বে থেকে উৎপেতে  দলবল নিয়ে এ হামলা চালায়।হামলায় ৪ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আলতাফ হোসেন নিশ্চিত করেন এবং তিনি বলেন আমি বহরের মাঝামাঝি ছিলাম উপজেলা অভিমুখে যাওয়ার পথে বড়কান্দা -ভাওরখোলা সড়কের মাঝামাঝি স্থানে আমার গাড়ি ও মটর সাইকেল শোভাযাত্রার সামনে এসে পূর্বে থেকে উৎপাতা আমান উল্লাহ সহ কিছু লোক অতর্কিত হামলা করে পালিয়ে যায়। ওরা কি কোন রাজনৈতিক দলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সন্ত্রাসীদের কোন দল নেই। তবে বিষয় টি স্থানীয় ভাবে মিমাংসা হয়েছে। এদিকে আমান উল্লাহর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন আমি জেনেছি একটি অভিযোগ দিতে বলেছিলাম তিনি এখনো দেননি। আমরা বিষয়টি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা