September 16, 2025, 8:24 pm
সর্বশেষ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে মেঘনায় কৃষি জমি রক্ষায় প্রশাসনের ভূমিকা জোরালো করতে হবে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আজ সুসংগঠিত ও গতিশীল একটি কাঠামো রুপে নবাবগঞ্জে সেতু নির্মাণে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক মেঘনায় কুমিল্লা-১ আসনে পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশে আনন্দ উদযাপন গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জীবন তৃষ্ণা ও ফুরিয়ে যাওয়া দিন

মেঘনায় ‘কোম্পানি’ আতঙ্কে নিজ ভুমিতে ঘর বাড়ি করতে পারছেনা সাধারণ মানুষ

মেঘনা প্রতিনিধি।।

কোম্পানি’ আতঙ্কে নিজ ভুমিতে ঘর বাড়ি করতে পারছেনা সাধারণ মানুষ।পাশের উপজেলা মুন্সিগঞ্জের গজারিয়ার হানিফ -মনসুর নামে দুই ব্যক্তি।কোম্পানির নাম করে জমি কিনছেন। তবে কোন কোম্পানি তা বলছেনা।

এলাকার বাসিন্দারা বাড়ি ঘর বানানোর জন্য নিজ ভুমিতে বালু ভরাট করতে গিয়ে বিভিন্ন বাধা পোহাতে হচ্ছে। কেউ কেউ অভিযোগ তুলছেন স্থানীয় পুলিশ প্রশাসনের দিকে। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নেের মোহাম্মদ পুর গ্রামে। আজ শনিবার মানব বন্ধন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।  ভুক্তভোগী ফুল মিয়ার ছেলে আকবর বাদশা। সে বলরামপুর মৌজা ৯ শতক জমির ক্রয় সূত্রে মালিক। একই দাগে কোম্পানি ৭শতক জায়গা ক্রয় করে।কিন্তু ভুক্তভোগী আকবর বাদশার জায়গা রাস্তার সাথে হওয়া কোম্পানি ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা জোর পূর্বক দখলের চেষ্টা করছে। এমনই অভিযোগ করেছে গ্রামবাসী সহ ভুক্তভোগী। এলাকাবাসী জানায় গজারিয়ার আনারপুরে হানিফ ও মনসুর এই জায়গা নিয়ে নানা চক্রান্ত করছেন,এলাকাবাসী এমন কোম্পানি গুলোকে বসতবাড়ি আশপাশে জমি ক্রয় করায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানায়। এলাকাবাসী বলে কোম্পানি জায়গা ক্রয়ের নামে স্থানীয় কিছু নেতাদের হাত করে যার ফলে নেতারা জমির মালিকদের হুমকিধামকি দিয়ে নানা ভয়ভীতি দেখায়, কোম্পানি আতঙ্কে দিনাতিপাত করছে আকবর বাদশাসহ ঐ এলাকার বাসিন্দারা।

উপায় খুঁজে না পেয়ে আহাজারি করছে। প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা