May 20, 2024, 5:33 pm
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লা মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (২১শে ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ,বিএনপি, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই দিবসটির সূচনা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে সঠিক নিয়মে, সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা। স্ব স্ব প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণের প্রভাত ফেরি। উপজেলা পরিষদ মিলনাতনে মহান ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় বাস্তবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠান। বাদ জোহর ভাষা আন্দোলনের অমর শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য উপাসনালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল আলম, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, জেলা পরিষদের সদস্য মোঃ কাইয়ুম হোসাইন, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক  রমিজ উদ্দিন লন্ডনী, সাধারণ সদস্য সচিব  আজহারুল হক শাহিনসহ আওয়ামিলীগ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা বৃন্দ শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা