মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারস প্রতীকের তাজুল ইসলাম তাজ। ৮ মে (বুধবার) সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিন মিয়া বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।
তাজুল ইসলাম চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮,৭০০ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের মো. রমিজ উদ্দিন লন্ডনী ভোট পেয়েছেন ১৫,২১০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ তিনজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮,৮০৯ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের মো. রবিন মিয়া পেয়েছেন ১৪,৩৩৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে হাঁস প্রতীকের দিলারা শিরিন ২০,৩৫০ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীকের নাছরিন সুলতানা পেয়েছেন ১৩,৫৮৫ ভোট।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।