November 3, 2024, 5:02 am

ঘুম-কাণ্ড নিয়ে ‘গুজব’ ছড়ানোয় খেপেছেন তাসকিন

ডেস্ক রিপোর্ট।।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের ইতি ঘটেছে আরও আগে। সেই বিশ্বকাপে তাসকিন আহমেদের ঘুম-কাণ্ড নিয়ে কথাবার্তা চাউর হয়ে যায়। বাংলাদেশের তারকা পেসার এই ঘটনায় ভীষণ খেপেছেন।

(বিজ্ঞাপন)

তাসকিনের ঘটনা ২২ জুন অ্যান্টিগায় বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে খেলেননি তিনি। ঘুমের কারণে তাসকিন এই ম্যাচ মিস করেছেন—হঠাৎ করেই এমন সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। সেই ঘটনা নিয়ে আজ তাসকিন মুখ খুলেছেন এবং এটাকে তিনি গুজব বলে দাবি করছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া লম্বা স্ট্যাটাসে তাসকিন বলেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন।’

এমন সংবাদ ভবিষ্যতে প্রচারিত হলে আইনি লড়াইয়ে যাবেন বলে জানিয়েছেন তাসকিন। ২৯ বছর বয়সী বাংলাদেশি পেসার বলেছেন,‘খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার বা মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে, এই ধরনের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবো যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।’

 

ভারত ম্যাচের দিন কী কী হয়েছিল, তা গতকাল আজকের পত্রিকাকে বলেছিলেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার আজও ২২ জুনের ঘটনা বিস্তারিত বলেছেন,‘আমি স্বীকার করছি যে স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। সকাল ৮টা ৩৭ মিনিটে উঠেছিলাম এবং ৮টা ৪৩ মিনিটে লবিতে গিয়েছিলাম।আমার রাইড প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে সকাল ৯ টায় হোটেল ছেড়েছি। সকাল ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে গিয়েছি টসের ২০ মিনিট আগে সকাল ১০টায়। আমরা সকাল ১০ টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছিল।’

সূত্র : আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।


ফেসবুকে আমরা