নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩টা ৫০ মিনিটে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা মুরাদনগর থানার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১,৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শিল্পী আক্তার (৩৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শিল্পী আক্তার হোমনা উপজেলার মনিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ও সাহেরা বেগমের মেয়ে। বর্তমানে তিনি মুরাদনগরের নিমাইকান্দি এলাকার সরকারি হাসপাতালের পেছনে বসবাস করছিলেন।
এ ঘটনায় পুলিশ ইয়াবা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নম্বর-০৬, তারিখ-১৭ সেপ্টেম্বর ২০২৫) রুজু করা হয়েছে।